• ২০২৩ নভেম্বর ২৮, মঙ্গলবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৪
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ নভেম্বর ২৮, মঙ্গলবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৪

পুঁজিবাজারে ভয়াবহ দরপতন

  • প্রকাশিত ৩:৩৩ অপরাহ্ন সোমবার, মার্চ ০৭, ২০২২
পুঁজিবাজারে ভয়াবহ দরপতন
ছবি-সংগৃহীত
ডেস্ক রিপোর্ট

আজ সোমবার (৭ মার্চ) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ভয়াবহ দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২০ সালের পর এতো বড় দরপতন আর দেখা যায়নি। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে বড় রকমের হতাশা।

এদিন সকাল থেকে লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৩৬৪টিরই। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৮২ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ৩৭৯টি প্রতিষ্ঠানের ২০ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৯৭৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। তাতে ডিএসইর প্রধান সূচক ১৮২ দশমিক ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সূচক সাড়ে ৬ হাজার পয়েন্টের নিচে চলে এসেছে। এদিন ডিএসইর অপর দুই সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৩৬ দশমিক ৬১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৬৪ পয়েন্ট।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইতে) ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৫৪, অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। সার্বিক সূচক সিএএসপিআই ৪৫৫ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৯৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

শেয়ারবাজারের এ দরপতনকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, ক’দিন ধরেই শেয়ারবাজার নেতিবাচক ধারায় ছিল। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ পরিস্থিতিতে শেয়ারবাজারে টানা বড় দরপতন দেখা যাচ্ছে। অথচ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ৯ মার্চ অধ্যাপক খায়রুল হোসেনের কমিশনের মেয়াদে ডিএসইতে ২৭৯ পয়েন্টের পতন হয়েছিল। আর অধ্যাপক শিবলী রুবাইয়ত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের সময়ে আজ বাজারে সবচেয়ে বড় দরপতন হলো।

সর্বশেষ