• ২০২৩ অক্টোবর ০২, সোমবার, ১৪৩০ আশ্বিন ১৬
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ অক্টোবর ০২, সোমবার, ১৪৩০ আশ্বিন ১৬

সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ: ব্যবসায়ীদের ‘অর্ধকোটি টাকা’র ক্ষতি

  • প্রকাশিত ১:৫৬ পূর্বাহ্ন মঙ্গলবার, মার্চ ০৭, ২০২৩
সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ: ব্যবসায়ীদের ‘অর্ধকোটি টাকা’র ক্ষতি
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

রবিবার (৫ মার্চ) সকাল ১০টা। অন্যান্য দিনের মতোই দোকানপাট খুলতে ব্যস্ত রাজধানীর সায়েন্সল্যাব এলাকার ব্যবসায়ীরা। অন্যতম ব্যস্ত এই এলাকার শিরিন ম্যানশনের নিচতলার হোটেলটিতে তখন নাস্তায় ব্যস্ত মানুষ। হঠাৎ বিকট শব্দে ভবনের তৃতীয় তলার একপাশের দেয়াল ধসে পড়ে, আগুন লেগে যায় ভবনে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। এই বিস্ফোরণে তিন জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এই ঘটনার পর আশেপাশের মার্কেটগুলোর প্রায় সব দোকানই বন্ধ ছিল।

সোমবার (৬ মার্চ) সকালে সায়েন্সল্যাব এলাকায় গিয়ে দেখা যায়, বিস্ফোরণের ধকল শেষে আস্তে আস্তে দোকানপাট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। যদিও বিস্ফোরণ সংলগ্ন এলাকা এখনও ঘিরে রেখেছে পুলিশ। মিডিয়াকর্মীরাও ব্যস্ত ভবনকে ঘিরে।

সায়েন্সল্যাবের পাশে বিস্ফোরণস্থলের কাছেই কাপড়, দর্জি, জুতার দোকানসহ নানা ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিরিন ম্যানশনের বিস্ফোরণের প্রভাবে রবিবার পুরো দিন দোকানপাট বন্ধ ছিল। সোমবারও ওই এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণে থাকায় বেচাকেনা প্রায় নেই। ব্যবসায়ীরা ধারণা করছেন, বিস্ফোরণের জেরে সোমবার দুপুর পর্যন্ত তাদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার সকালে সায়েন্সল্যাব মোড়ের পাশেই প্রিয়াঙ্গন শপিং সেন্টারে দেখা যায় দোকানিদের ব্যস্ততা। মালামাল গোছানোর কাজে মগ্ন তারা। কথা হয় ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনের (এফএন্ডএফ) ইনচার্জ গোপাল চন্দ্রের সঙ্গে। তিনি বলেন, আমাদের থান কাপড়ে দুটো দোকান রয়েছে। গতকাল বিস্ফোরণের কারণে মার্কেট বন্ধ থাকায় দোকান খোলা হয়নি। সব মিলে গতকাল দেড় থেকে দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

একই ভবনের পাইকারি ব্যবসায়ী 'রেশমা ফ্যাশন টেইলার্সের' মালিক মো. রেজাউল হক বলেন, ‘গতকাল বিস্ফোরণের কারণে সারাদিন দোকান বন্ধ ছিল বেচাকেনা মোটেও হয়নি। আজও উদ্ধারকাজ শেষ না হওয়ায় রাস্তা বন্ধ আছে। গাড়িপার্কিং করা যাচ্ছে না ফলে আজও বেচাকেনা হবে না। দুই দিনে আমাদের প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে।’

শিরিন ম্যানশন সংলগ্ন খান প্লাজার নিচ তলায় বেশ কয়েকটি কাপড়ের দোকান। কথা হয় এপি ফ্যাশনের চঞ্চল মল্লিকের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা খুচরা ও পাইকারি উভয় ব্যবসা করে থাকি। গতকাল কোনও ধরনের বেচাকেনা করতে পারিনি। আনুমানিক ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’

জানতে চাইলে প্রিয়াঙ্গন শপিং সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি নুরনবী বলেন, ‘গতকালের বিস্ফোরণটা আমাদের পাশের ভবনে হয়েছে। এতে আমাদেরও ক্ষতি হয়েছে কয়েকটি দোকানের। আমাদের ২১০টির মতো খুচরা ও পাইকারি দোকান রয়েছে। আশেপাশের দোকান মিলে বলা যায় অর্ধকোটি টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।’


সর্বশেষ