• ২০২৩ অক্টোবর ০২, সোমবার, ১৪৩০ আশ্বিন ১৬
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ অক্টোবর ০২, সোমবার, ১৪৩০ আশ্বিন ১৬

'কারিগরি ত্রুটি'র কারণে বিলম্ব: অবশেষে প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ

  • প্রকাশিত ১:৪৮ অপরাহ্ন বৃহস্পতিবার, মার্চ ০২, ২০২৩
'কারিগরি ত্রুটি'র কারণে বিলম্ব: অবশেষে প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার রাত সাড়ে ১০টার পর এই ফল প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার বৃত্তির ফল প্রকাশ করা হলেও 'কারিগরি ত্রুটি'র কারণে কয়েক ঘণ্টা পরই তা স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরে মন্ত্রণালয় জানিয়েছিল, ফলাফল সংশোধন করে বুধবার বিকেলে প্রকাশ করা হবে। কিন্তু বুধবার রাত ১০টা পর্যন্তও তা প্রকাশ করা হয়নি।

এদিন পরে রাত সাড়ে ১০টার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ হয়েছে; ফলাফল পাওয়া যাবে এই ওয়েবসাইটগুলোতে- www.dpe.gov.bd এবং www.mopme.gov.bd.

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে ফল প্রকাশ স্থগিত হয়েছে উল্লেখ করে এর আগে তিনি বলেন, "এখানে জেলা পর্যায় থেকে সঠিক ফলই এসেছিল। তবে আসলে মেশিন চালাতে গেলে অনেক সময় এরকম ত্রুটি হয়ে যায়।"

সার্বিক ভুলের বিষয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আগামী রোববারের মধ্যে তাদের প্রতিবেদন প্রকাশ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও বৃত্তি পাওয়া, এক শিক্ষার্থীর দুই জেলায় দুইবারই ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার মতো ত্রুটির প্রেক্ষিতে এ ফল স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ঘোষণা করেন, ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশে মোট ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


সর্বশেষ