• ২০২৩ মার্চ ৩০, বৃহস্পতিবার, ১৪২৯ চৈত্র ১৬
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ মার্চ ৩০, বৃহস্পতিবার, ১৪২৯ চৈত্র ১৬

ঢাকা পৌঁছেই হাথুরু বললেন ‘ফিরতে পেরে দারুণ খুশি’

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০২৩
ঢাকা পৌঁছেই হাথুরু বললেন ‘ফিরতে পেরে দারুণ খুশি’
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ঢাকা পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতেই ঢাকায় পা রেখেছেন সাবেক লঙ্কান এই মাস্টারমাইন্ড। বাংলাদেশ সময় রাত ১০টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন টাইগারদের নতুন এই ওস্তাদ। আর ঢাকা পৌঁছেই হাথুরু জানালেন বাংলাদেশের মানুষকে পছন্দ করেন তিনি।

হাথুরুর ফেরার উপলক্ষে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর ত্যাগ করার সময় হাথুরুসিংহের গাড়ি থেমেছিল শেষ পর্যন্ত। সে সময় গাড়ির জানালা খুলে ভিতর থেকে হাথুরু বললেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব আল হাসানদের দায়িত্বে ছিলেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছেছেন হাথুরু। জানা গেছে, মঙ্গলবার বিসিবির সাথে একটি মিটিংয়ে বসবেন হাথুরু। এরপরই কাজ শুরু করবেন টাইগার ক্রিকেটারদের নিয়ে।

এছাড়া আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে থাকবেন হাথুরু। একইসঙ্গে তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন সাবেক লঙ্কান এই কোচ। আগামী ২৩ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই বাংলায় একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথাও রয়েছে টাইগারদের। সেখানে উপস্থিত থাকবেন হাথুরুসিংহে।


সর্বশেষ