বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে বরিশালে রবিবার (২৩ অক্টোবর) রাত ৯টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত ৭১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, “সিত্রাং-এর প্রভাবে বরিশালে বেলা ৩টার পর থেকেই উচ্চ গতিবেগে বাতাস শুরু হয়। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত সর্বোচ্চ গতিবেগের বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
কর্মকর্তারা জানান, ২৪ অক্টোবর বিকেল ৫টার আগেই চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। তবে বঙ্গোপসাগরের মধ্যে সমুদ্রের পানির তীব্রতা সবচেয়ে বেশি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলে। ফলে ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকায় গিয়ে শক্তিশালী হওয়া আশঙ্কা রয়েছে।
দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে ঘূর্ণিঝড়টি। এসময় ঘূর্ণিঝড় কেন্দ্রে নিম্নচাপের কারণে ওই স্থানের পানি সমতল থেকে উঁচু হয়ে যাচ্ছে। ওই স্থান থেকে সমুদ্রের পানি চট্টগ্রাম উপকূলে জমা হচ্ছে ও স্বাভাবিকভাবে চট্টগ্রাম উপকূলে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
সোমবার থেকেই উপকূলীয় এলাকায় ছোট-ছোট ঢেউগুলো একটি অন্যটির সঙ্গে যোগ হয়ে উচ্চতা বাড়াচ্ছে।
আবহাওয়া পূর্বাভাস মডেলের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৩টা পর্যন্ত চট্টগ্রাম ও নোয়াখালী জেলার উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সোমবার বেলা ১১টায় বরিশাল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল থেকেই বৃষ্টির পরিমাণ বেড়েছে। ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। সন্ধ্যা ৬টার দিকে এটি আরও বাড়তে পারে।
মতামত দিন