• ২০২৩ সেপ্টেম্বর ২২, শুক্রবার, ১৪৩০ আশ্বিন ৭
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ সেপ্টেম্বর ২২, শুক্রবার, ১৪৩০ আশ্বিন ৭

করোনামুক্ত হলেন অমিতাভ বচ্চন

  • প্রকাশিত ১১:৫৫ পূর্বাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ০২, ২০২২
করোনামুক্ত হলেন অমিতাভ বচ্চন
ছবি- সংগৃহীত
বিনোদন ডেস্ক

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের বিগ-বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। ২৩ আগস্ট তিনি নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন তাদের কোভিড পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।

তবে তার ভক্তদের জন্য সুসংবাদ। ৯ দিন আইসোলেশনে থেকে দ্বিতীয়বারের মতো করোনামুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিগ. বি এক টুইট বার্তায় এক কথা জানান, তিনি বলেন বুধবার (৩১ আগস্ট) রাতে করোনা টেস্ট করিয়েছি তাতে রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরও লেখেন, ৯ দিনের আইসোলেশন শেষ হয়েছে। যদিও বাধ্যতামূলক ছিল ৭ দিন। আপনাদের ভালোবাসা ও পাশে থেকে মনোবল যোগানোর জন্য আমি অনেক কৃতজ্ঞ।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউডের এই শাহেনশাহ। তখন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময় তার ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও কোভিড পজিটিভ হয়েছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ