• ২০২৩ Jun ০২, শুক্রবার, ১৪৩০ জ্যৈষ্ঠ ১৯
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ Jun ০২, শুক্রবার, ১৪৩০ জ্যৈষ্ঠ ১৯

এবার মুক্তি পেলেন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী খালেদ

  • প্রকাশিত ১২:২৭ পূর্বাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ০২, ২০২২
এবার মুক্তি পেলেন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী খালেদ
ছবি- সংগ্ৰহিত
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়া জামিন পেয়েছেন। 

বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'খালেদ সবগুলো মামলাতে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মুক্তি পেয়েছেন।

২০১৯ সালে 'ক্যাসিনো কাণ্ডের' সময় গ্রেপ্তার খালেদ কারাবন্দী অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। 

বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়ার পরও তিনি হাসপাতালেই ছিলেন।

এর আগে গত সপ্তাহে মুক্তি পান ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার মহানগর যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ