• ২০২৩ নভেম্বর ২৯, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৫
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ নভেম্বর ২৯, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৫

ডেঙ্গু আক্রান্ত আরও ১৭৬ রোগী হাসপাতালে

  • প্রকাশিত ৫:০১ অপরাহ্ন রবিবার, অগাস্ট ২৮, ২০২২
ডেঙ্গু আক্রান্ত আরও ১৭৬ রোগী হাসপাতালে
ছবি- সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩২ জন।

রোববার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২২ জন।

এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চার হাজার ৮৬০ জন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

সর্বশেষ