দনবাস অঞ্চলের লুহানস্কের অন্যতম শহর লিসিশানস্ক নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেন বলছে, রুশ বাহিনী হামলা জোরদার করলেও শহর দখলে নিতে পারেনি। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রুশ বাহিনী দাবি করেছে, তারা সফলভাবে শহরে প্রবেশ করেছে এবং কেন্দ্রে পৌঁছে গেছে।
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লিসিশানস্কের রাস্তায় অবস্থান করছে রুশ বাহিনী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায় লিসিশানস্কের প্রশাসনিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে উড়ানো হচ্ছে রাশিয়ার পতাকা। তবে ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদা বলেছেন, চারদিক থেকে শহরটিকে অবরুদ্ধ করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনের ন্যাশনাল গার্ডের মুখপাত্র রুসলান মুজিচুক বলেছেন, ‘যদিও সবদিক থেকে আমাদের ঘিরে ফেলাঠ হয়েছে, তারপরও লিসিশানস্কের শত্রুদের জন্য এখনো একটি কঠিন লক্ষ্যমাত্রা। শহরটি এখনো ইউক্রেনীয় সৈন্যরাই নিয়ন্ত্রণ করছে।’
উল্লেখ্য, রুশ সৈন্যদের প্রবল আক্রমণের মুখে ইউক্রেনীয় সৈন্যরা সেভেরোদোনেৎস্ক ছেড়ে গিয়ে লিসিশানস্কে আশ্রয় নেয়। তারপর থেকেই রাশিয়া এবং তাদের মদদপুষ্ট বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্যস্থল হয়ে উঠে শহরটি।
মতামত দিন