• ২০২২ Jul ০৪, সোমবার, ১৪২৯ আষাঢ় ১৯
  • সর্বশেষ আপডেট : ১২:০১ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২২ Jul ০৪, সোমবার, ১৪২৯ আষাঢ় ১৯

রোহিঙ্গাদের উন্নয়নে ৩৮২ কোটি টাকা অনুদান এডিবির

  • প্রকাশিত ১০:১৩ অপরাহ্ন বুধবার, Jun ২৯, ২০২২
রোহিঙ্গাদের উন্নয়নে ৩৮২ কোটি টাকা অনুদান এডিবির
ছবি- সংগ্ৰহিত
নিজস্ব প্রতিবেদক

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বাংলাদেশকে ৪ দশমিক ১ কোটি ডলার অনুদান দেবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৮২ কোটি টাকা। 

বুধবার এ বিষয়ে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে স্বাক্ষর করেন। 

‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট’ (এলজিইডি অংশ) এবং ‘কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমে জরুরি সহায়তা প্রকল্প’—শীর্ষক চলমান দুটি প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অনুদান দিয়েছে সংস্থাটি।

এর মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খাদ্য, পানি, স্বাস্থ্য সেবা ও অস্থায়ী বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি সড়কসহ স্থানীয় অবকাঠামো তৈরি হবে। যাতে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিভিন্ন মানবিক সহায়তা রোহিঙ্গাদের কাছে সহকে পৌঁছে দেওয়া যায়। 

অনুদান ছাড়াও গতকাল এডিবির সঙ্গে আরও ৩ কোটি ডলারের একটি ঋণ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। যা কক্সবাজার–টেকনাফ সড়ক উন্নয়নে ব্যয় করা হবে।

সর্বশেষ