দেশের অসাম্প্রদায়িক চেতনা কে বিনষ্ট করতে এখনো একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ পূর্নিমা উপলক্ষে আয়োজিত শান্তি শোভাযাত্রায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করেছে বর্তমান সরকার।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল আলম বলেন, শান্তিপূর্ণ সহ অবস্থান সব ধর্মেরই মূলমন্ত্র। সবাই এটি মেনে চললে শান্তিপূর্ণ দেশ গঠনে কেউ অন্তরায় হতে পারবে না। পরে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উব্দোধন করেন অতিথিরা। জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউটে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
মতামত দিন