হৃত্বিক রোশান এবং সাবা আজাদের প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই। হঠাৎ করেই হাত ধরাধরি করে রেস্তরাঁ থেকে বের হওয়ার ঘটনার পর থেকেই সবার নজরে থাকছেন হৃতিক-সাবা।
তারা কি সম্পর্কে আছেন? নাকি কেবলই বন্ধু? এসব প্রশ্নের উত্তর এতদিন পাওয়া যায়নি। কেউই মুখ খোলেননি বিষয়টি নিয়ে। তাই সবার নজর ছিল হৃত্বিক-সাবার সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেটা অনুসরণ করতে করতে তাদের প্রেমের স্বীকারোক্তির ইঙ্গিত পাওয়া গেল সম্প্রতি। এ বার সেই রহস্যের খোলসা করলেন স্বয়ং গায়িকা-নায়িকা সাবা।
বৃহস্পতিবার সাবা ইনস্টাগ্রামে তার আগামী সিনেমা মিনিমাম এর একটি পোস্টার শেয়ার করেন। সেই পোস্টের মন্তব্যের ঘরে হৃত্বিক লেখেন, ‘তুমি দারুণ কাজ করবে আমি জানি।’
তার উত্তরে সাবা লেখেন, ‘আশা করি তাই হবে মন আমোর।’ এই ‘মন আমোর’ শব্দটি লিখেই প্রেম স্বীকার করেছেন বলে দাবি নেটিজেনদের।
‘মন আমোর’ এর বাংলা অর্থ ‘আমার ভালবাসা’। হৃত্বিককে সাবা তার ভালোবাসা বলে সম্মোধন করার মাধ্যমে সম্পর্কের বিষয়টি খোলাশা করলেন সাবা।
মতামত দিন