শেরপুরে পুলিশের সামনে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে ভিডিওটি আমাদের শেরপুর নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। নিহত ও ই শ্রমিকের নাম শেখবর আলী (৪৫)।
ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনেই অতর্কিতভাবে রাম দা, দা, গরু জবাই করার ছুড়ি ও লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর উপর্যুপরি আঘাত করে জিকো, তার ভাই জজ মিয়া ও সাইফুলসহ অন্যরা। ঘটনার আকস্মিকতায় পুলিশ হতবিহবল হয়ে এগিয়ে আসার চেষ্টা করলে তাদের প্রতিও তেড়ে আসে হত্যাকারীরা। মাত্র এক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হত্যাকাণ্ডটি ঘটনায়।
এ ব্যাপারে স্থানীয়রা জানায়, জমি নিয়ে হালুয়াহাটি গ্রামের শেখবর আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো জাকির হোসেন জিকোর। গত ২২ মার্চ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় জিডি করেন শেখবর।
এ ঘটনায় অভিযান চালিয়ে জিকোর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার ছায়া তদন্তে নেমে একই দিন শ্রীবরদীর বালিজুড়ি এলাকার গহীন অরণ্য থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করে র্যাব-১৪ জামালপুর। এ নিয়ে ওই মামলায় মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন জিকো ও সাইফুল। এছাড়াও এ ঘটনায় পুলিশের এসআই ওয়ারেস আলীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
মতামত দিন