সকাল ১০টা থেকে নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি।
সকাল ১০টা থেকে পণ্য দেয়া শুরু হলেও সকাল ৮টা থেকে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছে পণ্য কেনার জন্য। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নিত্যপণ্য কিনতে হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বাজারে দ্রব্যমূল্য কমানোর দাবিও তোলেন তারা।
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। প্রথম দফায় বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন চলবে। পরে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।
প্রতি ট্রাকে দৈনিক ৫০০ থেকে ১ হাজার কেজি চিনি, ডাল ও পেঁয়াজ বরাদ্দ থাকবে। এ ছাড়া সয়াবিন তেল ৫০০ থেকে ১ হাজার লিটার বরাদ্দ থাকবে। ভোক্তা প্রতি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা এবং পেঁয়াজ ৩০ টাকা কেজিতে বিক্রি করা হবে বলে।
মতামত দিন