কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মানবেতর পরিস্থিতিতে কাজ করতে গিয়ে বাংলাদেশের অন্তত ৪৫০ শ্রমিকের মৃত্যু হয়েছে দাবি করে ওই শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর. সোবহান জনস্বার্থে গত ১৩ ডিসেম্বর এ রিট দায়ের করেন। গতকাল (৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন।
আজ সোমবার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান।
রিটে পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি রপ্তানি ব্যুরো, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা), কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্রমমন্ত্রীকে বিবাদী করা হয়েছে।
মতামত দিন