সংসার বাঁধতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। এই দুই শিল্পী বিয়ের পিঁড়িতে বসবেন আজ (শুক্রবার)।
এর আগে বৃহস্পতিবার তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। এই দুই তারকার ঘনিষ্ঠজনদের ফেসবুক পোস্ট থেকে খবরটি ছড়িয়ে পড়ে। খবরটি নিয়ে পাত্র-পাত্রী দুইজনই কিছু জানাননি।
তবে এ নিয়ে গণমাধ্যমকে প্রীতমের বড় ভাই সঙ্গীতশিল্পী প্রতীক হাসান বলেন, ‘আপাতত ছোট পরিসরে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হবে। তবে পরবর্তীতে এটি বড় পরিসরে আয়োজন করা হবে।’
অভিনেত্রী সুনেরহা বিনতে কামালের করা ফেসবুক পোস্টে দেখা যায় প্রীতম-শেহতাজের গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি। যেখানে দেখা গেছে শেহতাজের মেহেদিরাঙা হাতে রয়েছে প্রীতমের নাম। আরেক ছবিতে দেখা যায় শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। এছাড়া হলুদ পাঞ্জাবি পরা প্রীতম রয়েছেন সেখানে।
প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর আগে ‘জাদুকর’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর মধ্য দিয়ে প্রীতম ও শেহতাজের পরিচয় হয়। তখন থেকে বন্ধুত্ব ও প্রেম,আর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন তারা।
মতামত দিন