• ২০২৩ নভেম্বর ২৯, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৫
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ নভেম্বর ২৯, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৫

বৈশাখী টিভিতে আসছে ইনসাফ সুমনের ‘মায়া বউ’

  • প্রকাশিত ৩:৪৬ অপরাহ্ন বুধবার, অক্টোবর ১২, ২০২২
বৈশাখী টিভিতে আসছে ইনসাফ সুমনের ‘মায়া বউ’
সংগৃহীত
বিনোদন ডেস্ক

এবার বৈশাখী টিভির সাপ্তাহিক নাটকে নাদিয়ার সঙ্গে জুটি বেধেছেন ইনসাফ সুমন। সামাজিক এবং পারিবারিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই নাটকে ইনসাফ সুমনের সঙ্গে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, মুনিরা আক্তার মিঠুসহ আরও অনেকেই।

নাটকটি প্রযোজনা করেছেন শায়েরি এন্টারটেইন্টমেন্ট, গল্প লিখেছেন হাবিবা ইনসাফ শীলা।

স্পেনে স্থায়ীভাবে বসবাসরত মডেল এবং অভিনেতা ইনসাফ সুমন এর আগে ‘সিটিজেন ভাই’ নাটক এবং বেলাল খানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।

ব্যক্তি জীবনে সফল ব্যবসায়ী এবং সমাজকর্মী ইনসাফ সুমন জানান, সময় এবং সুযোগ পেলে বাংলাদেশের মিডিয়াতে আরও ভাল কাজ উপহার দিতে চান।

তার আগামী নাটক ‘সিটিজেন ভাই  রিটার্ন’-এর শুটিং আগামী নভেম্বরে শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। নাটকটি বৈশাখী টিভিতে সম্প্রচারের পর তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

সর্বশেষ