• ২০২৩ নভেম্বর ২৯, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৫
  • সর্বশেষ আপডেট : ১:৪০ পূর্বাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ নভেম্বর ২৯, বুধবার, ১৪৩০ অগ্রহায়ণ ১৫

ময়মনসিংহে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিত ১১:৩৪ অপরাহ্ন বুধবার, অগাস্ট ২৪, ২০২২
ময়মনসিংহে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি-প্রতীকি
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বরাইদ গ্রামের আবুল বাশারের মেয়ে ফেরদৌসি আক্তার (৭) ও জেলার ত্রিশাল উপজেলার মিরাজুল মিয়ার মেয়ে মার্জিয়া আক্তার (৬)। নিহতরা পরস্পর মামাতো-ফুফাতো বোন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, তিনদিন আগে মার্জিয়া তার মায়ের সঙ্গে বরাইদ গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকেলে মার্জিয়া ও ফেরদৌসি বাড়ির পাশে খেলাধুলা করছিল। দীর্ঘ সময় মার্জিয়া-ফেরদৌসিকে বাড়িতে না দেখে স্বজনরা তাদের খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ির পাশের খিরু নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ