• ২০২৩ ডিসেম্বর ০৯, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ২৫
  • সর্বশেষ আপডেট : ২:২২ অপরাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ০৯, শনিবার, ১৪৩০ অগ্রহায়ণ ২৫

আবুধাবিতে বাংলাদেশি বাবা-ছেলে চ্যাম্পিয়ন

  • প্রকাশিত ৮:৪৫ অপরাহ্ন সোমবার, অগাস্ট ২২, ২০২২
আবুধাবিতে বাংলাদেশি বাবা-ছেলে চ্যাম্পিয়ন
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

২৮তম আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের ফ্যামিলি প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

আবুধাবিতে র‌্যাপিড পদ্ধতির খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়ার ফ্যামিলি দল ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা উদযাপন করেছে ।

সোমবার (২২ আগস্ট) অনুষ্ঠিত ফ্যামিলি প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়া ফ্যামিলি প্রথম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের কাঞ্চনা দেবী ফ্যামিলিকে, দ্বিতীয় রাউন্ডে ১.৫-০.৫  গেম পয়েন্টে ফিলিপাইনের আবুসিজো আরমেল ফ্যামিলিকে, ও তৃতীয় রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ফিলিপাইনের রিয়েস ডেনিলোর ফ্যামিলিকে হারান।

এরপরের রাউন্ডগুলোতেও জিয়া-তাহসিনের জয়ের ধারা অব্যাহত ছিল। চতুর্থ রাউন্ডে তারা ১.৫-০.৫ গেম পয়েন্টে পেরুর গ্র্যান্ডমাস্টার কাস্তানেদা গিওরগিইর ফ্যামিলিকে , পঞ্চম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে উজবেকিস্তানের মানসুরভ বোতির ফ্যামিলিকে, ষষ্ঠ রাউন্ডে ১.৫-০.৫  গেম পয়েন্টে মরক্কোর আন্তর্জাতিক মাস্টার তিসির মোহাম্মদ ফ্যামিলিকে ও সপ্তম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের দিনেশ চিটলাঙ্গে ফ্যামিলিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।

এছাড়া একই সঙ্গে চলা  মাস্টার্স ইভেন্টের পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৫ খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ পয়েন্ট করে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দুই পয়েন্ট ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ১ পয়েন্ট অর্জন করেছেন।


সর্বশেষ