• ২০২৩ ডিসেম্বর ১০, রবিবার, ১৪৩০ অগ্রহায়ণ ২৫
  • সর্বশেষ আপডেট : ২:২২ অপরাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২৩ ডিসেম্বর ১০, রবিবার, ১৪৩০ অগ্রহায়ণ ২৫

আজ রাত ১০টায় গান শোনাবেন মাহফুজুর রহমান

  • প্রকাশিত ৫:০১ অপরাহ্ন রবিবার, Jul ১০, ২০২২
আজ রাত ১০টায় গান শোনাবেন মাহফুজুর রহমান
ছবি- সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
গত কয়েকবছর ধরে ঈদকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় থাকে ড. মাহফুজুর রহমানের সংগীতানুষ্ঠান। বরাবরের মতো এবারও শ্রোতাদের জন্য একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘রঙের দুনিয়া’।

আজ (রোববার) রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে।

জানা গেছে, মোট ৯টি গানে সাজানো হয়েছে এবারের আয়োজন। গানগুলোর শিরোনাম- ‘তোমার ঐ চোখ’, ‘একটু চোখের আড়াল’, ‘স্বপ্নের মতো মনে হয়’, ‘চোখের ওপর’, ‘রঙের দুনিয়া’, ‘সেই মেয়েটি’, ‘তুমি আমার প্রিয়া’, ‘রিমিক্স দাইমা’ এবং ‘তোমার জন্য আমি’।

নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমানের কথায় গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। ইতোমধ্যে গানগুলোর ভিডিওচিত্র ধারণ সম্পন্ন হয়েছে। এতে বেশ কিছু সুন্দরী মডেলের সঙ্গে পারফর্ম করেছেন ড. মাহফুজুর রহমান।

সর্বশেষ