• ২০২২ Jul ০৫, মঙ্গলবার, ১৪২৯ আষাঢ় ২১
  • সর্বশেষ আপডেট : ১২:৩৩ অপরাহ্ন
  • বেটা ভার্সন
Logo
  • ২০২২ Jul ০৫, মঙ্গলবার, ১৪২৯ আষাঢ় ২১

বৃষ্টির কারণে বিলম্ব বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

  • প্রকাশিত ১১:৫২ অপরাহ্ন শনিবার, Jul ০২, ২০২২
বৃষ্টির কারণে বিলম্ব বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
ছবি-ক্রিকইনফো
স্পোর্টস্ ডেস্ক

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায়। কিন্তু সকাল থেকে ভারি বর্ষণ। বৃষ্টির কারণে ম্যাচের টস হতে দেরি হচ্ছে। 

যদিও আশার খবর, ম্যাচ এক ঘণ্টা দেরিতে হলেও শুরু করা যাবে।   

এই ম্যাচ দিয়েই দীর্ঘ পাঁচ বছর পর ডমিনিকায় ফেরার কথা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ২০১৭ সালে সাইক্লোন আঘাত হানার পর দ্বীপ দেশটিতে আর কোনো ম্যাচ হয়নি।

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে হারের পর এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ দল। শনিবার ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে।

গত দুদিন ধরেই ডমিনিকায় আটলান্টিকে সৃষ্ট ঝড়ের কারণে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিনও বৃষ্টি হওয়ার কথা ছিল। এই বেরসিক বৃষ্টির কারণে যদি ম্যাচটি ভেস্তে যায় তবে সবচেয়ে বেশি হতাশ হবেন স্থানীয় দর্শকরা।

সর্বশেষ