রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথশিশুরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ১৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে গুলিস্তানে ট্রাকের ধাক্কায় আহত এক পথচারীকে কয়েকজন পথশিশু আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আনার পরে কর্তব্যরত চিকিৎসকাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা ওই পথচারী যুবকের নামপরিচয় কিছুই পাইনি। অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে শিশুরা। বিষয়টি রাতেই আমরা পল্টন থানাকে জানিয়েছিলাম।
মতামত দিন