নড়াইলে আইনশৃঙ্খলাবাহিনীর সামনে শিক্ষকে লাঞ্চিত হওয়ার ঘটনায় দায়িত্বে কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শুক্রবার (১ জুলাই) বিকেলে তেজগাঁও থানা ও ২৫ ,২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর সামনে একজন শিক্ষককে লাঞ্চিত করা দু:খজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তেজগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি আরো বলেন, অনেক ষড়যন্ত্রের সম্মুখীন হতে হচ্ছে সরকারকে। প্রতিটি ষড়যন্ত্র খুবই সুন্দর করে মোকাবিলা করা হচ্ছে।
আগামী নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভোট ছাড়া কিছু বুঝে না। আগামীতে সুন্দর নির্বাচন হবে। কাউকে বাদ;দেয়া হবে না। সবাইকে নিয়েই সুন্দর একটি নির্বাচন করতে চায় সরকার।
মতামত দিন