ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
বুধবার (২৯ জুন) বিকেলে তেজগাঁওয়ে সড়ক ভবনে টোল আদায়ে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন জানিয়েছেন, আমরা ইতোমধ্যেই (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার প্রস্তাব পাঠিয়েছি।
সওজের প্রধান প্রকৌশলী জানান, এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেল চলাচল বন্ধের প্রস্তাব আগেই করা হয়েছে। সরকার অনুমোদন দিলে মোটর সাইকেল চলবে না এক্সপ্রেসওয়েতে। তবে পাশের সার্ভিস লেনে চলতে বাধা থাকবে না।
তিনি আরও জানান, আগামী ১ জুলাই থেকে এক্সপ্রেসওয়েতে টোল আদায় করা হবে।
৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ মহাসড়ক পাড়ি দিয়ে যানবাহন ভেদে সর্ব্বোচ্চ টোল দিতে হবে ১৩৭৫ টাকা আর সর্বনিম্ন বাইকের জন্য টোল ধার্য করা হয়েছে ৩০ টাকা। তবে পুরো রাস্তায় ছয়টি টোল বুথ থাকায় কিলোমিটার অনুযায়ী গণপরিবহনকে টোল দিতে হবে বলেও জানান সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী।
এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের পর সোমবার ২৭ জুন ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।
মতামত দিন