সার্চ ইঞ্জিন গুগল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মতো গ্লোবাল টেক জায়ান্টগুলোও আগামী অর্থবছর থেকে করের আওতায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি এমন ইঙ্গিত দেন।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছর পর্যন্ত দেশে কার্যালয় নেই কিন্তু কার্যক্রম আছে এমন অনাবাসিক প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন দাখিল করতে হচ্ছে না। তবে আগামী অর্থবছর থেকে পরিবর্তন আসতে পারে।
দেশে বর্তমানে গুগল ও ফেসবুকের মতো গ্লোবাল টেক জায়ান্টগুলোর কার্যালয় নেই কিন্তু কার্যক্রম আছে।
তিনি বলেন, এতদিন এ সব প্রতিষ্ঠানকে করের আওতায় না আনা হলেও এবার ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে কর সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানকে করের আওতায় নিয়ে আসা হবে।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল হ্যান্ডসেটে মূল্য সংযোজন কর ও গাড়ির সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে মোবাইল হ্যান্ডসেট ও গাড়ির দাম বাড়তে পারে।
মতামত দিন